জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটের বিয়ানীবাজারে শিলাবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টিতে বোরো আবাদসহ নানা ধরণের সবজি, লিচু ও আমের মুকুল ক্ষতিগ্রস্ত হয়। বুধবার (১৫ মার্চ) ভোর সাড়ে ৫টা থেকে উপজেলাজুড়ে শিলাবৃষ্টি শুরু হয়।
স্থানীয়রা জানায়, শীতের পর বিয়ানীবাজারে এই প্রথম বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে শিলা পড়ে বসতঘর, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার কুড়ারবাজার, মাথিউরা ও চারখাই এলাকায় শিলাবৃষ্টিতে বাড়ি-ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে। বোরো ফসলের ক্ষতি ছাড়াও লিচু ও আমের মুকুল ঝরে গেছে। ক্ষতি হয়েছে শাকসবজিরও।
কুড়ারবাজার ইউনিয়নের আকাখাজানা গ্রামের নাজিম উদ্দিন বলেন, এ বছর প্রথম শিলাবৃষ্টি হয়। শিলা টানা ১০ থেকে ১৫ মিনিট পড়েছে। ঘরের চাল ভেঙে ভেতরে শিলাবৃষ্টি পড়ে। শিলাবৃষ্টিতে আমার পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন।’
বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হাকিম নিলয় জানান, ‘বুধবার ভোর রাতের শিলাবৃষ্টিতে উপজেলাজুড়ে দুই হেক্টর ভুট্টা এবং এক হেক্টর সবজি নষ্ট হয়ে যায়। এছাড়াও বোরো ধানের কিছুটা ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
আরও পড়ুন
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগে যুবদলের ২ নেতা বহিষ্কার
কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে গাড়িচাপায় বন টহল দলের সদস্য নিহত