অনলাইন ডেস্ক :
দীর্ঘ অপেক্ষার অবসান। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেতা রণবীর ও আলিয়া। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ঘনিষ্ঠ ব্যক্তি, পরিবারের সদস্য, বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে সম্প্রতি বিয়ে সারলেন তারা। বিয়ে হওয়ার আগে পর্যন্ত কোনো কথা বলেননি রণবীর কিংবা আলিয়া। কিন্তু বিয়ে শেষ হতেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নানা ছবি শেয়ার করেন অভিনেত্রী। দুই তারকার পরনেই ছিল অফ হোয়াইট রঙের পোশাক। রাজকীয় সাজে প্রিয়তমা আলিয়াকে জীবনসঙ্গী করে নেন রণবীর কাপুর। একগুচ্ছ ছবি তিনি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমাদের সব থেকে প্রিয় জায়গা, আমাদের বাড়িতে বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমরা বিয়ে সারলাম। সেই ব্যালকনি, যেখানে আমরা গত পাঁচটা বছর সম্পর্কে থাকাকালে কত সময় কাটিয়েছি। আমাদের অনেক স্মৃতি আগেরও রয়েছে। আর আমরা দুজনে অনেক অনেক স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা করতে পারছি না। ভালোবাসা, হাসি, নীরবতা, সিনেমা দেখার রাত, ছোট ছোট ঝগড়া মারপিটের কত স্মৃতি রয়েছে। আমাদের জীবনের সেরা সময়ের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এটা আমাদের জীবনের বিশেষ মুহূর্তটাকে আরও বিশেষ করে দিয়েছে। অনেক ভালোবাসা। রণবীর এবং আলিয়া।’ নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী এবং তারকারা। ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভাঙার কয়েকদিন পর থেকেই আলিয়ার সঙ্গে রণবীরের প্রেমের গুঞ্জন শোনা যায়। নিজেদের সম্পর্ক কখনো অস্বীকার করেননি আলিয়া ও রণবীর। আর কে জুনিয়রের নাম শুনেই কখনো লাজে রাঙা হয়েছেন আলিয়া, কখনো আবার আলিয়াকে জড়িয়ে ধরে অ্যাওয়ার্ড ফাংশনের মঞ্চে নেচে উঠেছেন রণবীর। ক্যাটরিনা-ভিকির বিয়ের পর রণবীর-আলিয়ার বিয়ের অপেক্ষাতেই ছিলেন অনুরাগীরা। কবে হবে এই বিগ ফ্যাট ওয়েডিং এই অপেক্ষায় দিন গুনছিলেন। বিগ ফ্যাট না হলেও পারিবারিক ঐতিহ্য এবং আচার মেনেই বিয়ে করেছেন তারা। বিয়ের পর সাধারণত মেয়েরা স্বামীর পদবি গ্রহণ করে নিজেকে নতুন নামে নতুনভাবে পরিচিত করতে চায়। আলিয়া বিয়ের পর কাপুর খান্দানের বউ হয়েছেন। অনেকে প্রশ্ন তুলেছেনÑ তবে স্বামী রনবীরের পদবি ব্যবহার করে এখন থেকে সদ্য বিবাহিতা এই বলিউড তারকা অভিনেত্রী কি নিজেকে আলিয়া ভাট কাপুর নামে পরিচিত করবেন? অবশ্য এ বিষয়ে আলিয়া এখনো কিছু বলেননি। সিনেমার জন্য পড়াশোনা ছেড়েছিলেন আলিয়া ভাট। স্কুলের পর তিনি আর পড়াশোনা করেননি। ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে অভিষেক হয় আলিয়ার। আর সিনেমার জন্যই পড়াশোনা ছেড়েছিলেন আলিয়া ভাট। বলিউডে আগমনের পর থেকে একের পর এক ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করে পর্দা কাঁপিয়েছেন আলিয়া। যেকোনো চরিত্রই পর্দায় ফুটিয়ে তুলতে পারেন তিনি। আর তাই বিশ্বজুড়ে তার ভক্ত সংখ্যাও নেহাত কম নয়। এই মুহূর্তে আলিয়া ভাট ব্যস্ত বেশ কয়েকটি সিনেমা নিয়ে। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাতে তাকে দেখা যাবে প্রেমিক-জীবনসঙ্গী রণবীর কাপুরের সঙ্গে। ‘ট্রিপল আর’-এ তাকে দেখা গেছে রামচরণ ও জুনিয়র এনটিআরের সঙ্গে। একগুচ্ছ নতুন প্রজেক্ট মুক্তির অপেক্ষায় রয়েছে আলিয়ার। ইতোমধ্যেই চলচ্চিত্র প্রযোজনায় নেমেছেন তিনি। আলিয়া ভাট প্রযোজিত এবং অভিনীত ‘ডার্লিংস’র শুটিং শুরু হয়েছে কয়েক মাস আগে। প্রথম প্রযোজিত ছবিটি নিয়ে দারুণ সিরিয়াস আলিয়া। ‘গল্লি বয়’র পর ফের করণ জহরের আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে আলিয়া ভাট জুটি বেঁধেছেন রণবীর সিংয়ের সাথে। সব মিলিয়ে নতুন চমক নিয়ে আবারও পর্দা মাতাতে আসছেন আলিয়া ভাট।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত