January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 27th, 2024, 8:09 pm

বুধবার ঢাকার যেসব এলাকায় ১৫ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইন অ্যালাইনমেন্টের কারণে গ্যাস ট্রান্সমিশন লাইনের জরুরি পরিবর্তন ও স্থানান্তরের কাজের জন্য বুধবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।

আগামীকাল গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে- মগবাজার, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মধুবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন ও দিলু রোড এলাকায়।

এসব এলাকার সব ধরনের গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং আশপাশের এলাকার ভোক্তাদের গ্যাস সরবরাহে চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

গ্যাস সঞ্চালন লাইনের জরুরি মেরামতের জন্য মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

—–ইউএনবি