March 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 12th, 2025, 6:01 pm

বুমরাহকে নিয়ে বড় দুঃসংবাদ

জাসপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক:
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না জাসপ্রীত বুমরাহর। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গত ১৮ জুন ভারত ১৫ জনের তালিকা ঘোষণা করেছিল। যেখানে বুমরাহকে রেখেই নাম জমা দিয়েছিল ভারত। কিন্তু ফিটনেসে উন্নতি না হওয়ায় তাকে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়।

বিসিসিআই জানিয়েছে, শেষ মুহূর্ত পর্যন্ত দলের সেরা পেসারের জন্য অপেক্ষা করতে চায় তারা। তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে সম্প্রতি বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে বুমরাহর পিঠের স্ক্যান করা হয়েছে। সেখানে আশানুরূপ ফল পাওয়া যায়নি।

এর আগে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে পারেননি চোটের থাবায়। এ নিয়ে আইসিসির দ্বিতীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তারকা এ পেসার। বুমরাহর বিকল্প হিসেবে তরুণ হার্ষিত রানাকে ভারতের স্কোয়াডে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জানুয়ারিতে সিডনি টেস্টে সিরিজের শেষ ইনিংসে চোটের কারণে বল করতে পারেননি বুমরাহ। তবুও সিরিজজুড়ে দারুণ ফর্মে ৩২ উইকেট তুলে নিয়ে হন সেরা খেলোয়াড়। পিঠের চোটের কারণে তাকে পাঁচ সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছিল। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে বিশ্রাম শেষ হওয়ার কথা ছিল।