অনলাইন ডেস্ক :
পাকিস্তান এবং ভারতের ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে মাঠের বাহিরে দুই দলের ক্রিকেটাদের মাঝে আছে বন্ধুত্বের সম্পর্ক। সম্প্রতি ভারত-পাকিস্তানের ম্যাচের বাহিরে দেখা গেল দুই দলের দুই পেসারকে। রোববার সুপার ফোরে ভারত এবং পাকিস্তান ম্যাচে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এর মাঝে রাতে দেখা হলো দুই দলের দুই পেস বোলারের।
পাকিস্তানের শাহীন আফ্রিদি উপহারের একটি বাক্স তুলে দেন ভারতের পেসার জাসপ্রীত বুমরাহর হাতে। বুমরাহ-সানজানা দম্পতির কোল জুড়ে এসেছে প্রথম সন্তান। আর সেই সন্তানের জন্য উপহার নিয়ে হাজির শাহীন আফ্রিদি। উপহারটি তুলে দেওয়ার সময় আফ্রিদি বলেন, ‘অনেক অনেক শুভেচ্ছা ভাই, নতুন শাহজাদার জন্য ছোট্ট এই উপহার। আল্লাহ যেন ওকে সবসময় খুশি রাখেন এবং সে যেন নতুন বুমরাহ হয়ে ওঠে।’
আরও পড়ুন
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
২০২৭ সালের নারী বিশ্বকাপ হবে ব্রাজিলে নারী বিশ্বকাপের ১০ম এ আসরে ৩২টি দল অংশগ্রহণ করবে
যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগ নিষিদ্ধ করলো আইসিসি