রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গায় গুদারা ঘাট এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। এদের মধ্যে এক শিশু ও দু’নারী রয়েছে।
তিন জনের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রেখা (২৯) ও সানজিদা (৮)। অপরজন ২৭ বছরের অজ্ঞাত এক মহিলা। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। এখনও পর্যন্ত ৭ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের সদস্যরা এখনও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বাসসকে জানান, বুড়িগঙ্গায় নৌকা ডুবির খবর পেয়ে সকাল সোয়া ৯ টার দিকে সদরঘাট ও সদরদপ্তর থেকে ফায়ার সার্ভিসের দু’টি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা উদ্ধার অভিযান চালিয়ে দুপুর সোয়া ১২ টার দিকে রেখা ও সানজিদার মরদেহ উদ্ধার করেন। পরে বিকেল ৩ টার দিকে আরও এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়।
—বাসস
আরও পড়ুন
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও