বৃষ্টির জন্য দিনাজপুর সদরে ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। সোমবার সকাল ৮ টার দিকে চেহেলগাজী মাজার সংলগ্ন ঈদগা মাঠে নামাজ আদায় করেন তারা। এতে ইমামতি করেন বড়ইল মাদরাসার অধ্যক্ষ (মুহতামিম) মাওলানা আব্দুল কাইয়ুম।
গাছপালা, ফলমূল, কৃষি ফসল রক্ষা, মানুষ পশুপাখির কষ্টের অবসান চেয়ে নিজেদের পাপাচারের ক্ষমার জন্য তওবা করে বৃষ্টি বর্ষণের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান তারা। এতে অংশ নেন ওই এলাকায় কয়েকশত মুসল্লি। নিয়ম অনুযায়ী দ্বিতীয় এবং তৃতীয় দফায় আবারও ইসতিসকার নামাজ আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এদিকে দিনাজপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের তাপদাহ। রাতের তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠানামা করলেও গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা বিরাজ করছে ৩৯ ডিগ্রী সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে।
দিনাজপুরের আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল রবিবার মৌসুমের সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস।
৬৫ বছর আগে ২০৫৮ সালে ৩ জুন দিনাজপুরে সবোর্চ্চ রেকর্ড করা হয়েছিল ৪১ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াসতাপমাত্রা।
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী