বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে সরকার।
বাংলাদেশের জাতীয় মাছটির সর্বোচ্চ প্রজননকালীন সময়ে নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ সময়ে ইলিশ ধরা, বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ থাকবে।
২ নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
২০ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সম্পর্কিত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় ২২ দিনের জন্য ইলিশ ধরা, বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেন।
তিনি বলেন, মাছ ধরার উপর বিধিনিষেধের উদ্দেশ্য হলো- এই সময়কালে ডিম দেওয়া মা ইলিশকে রক্ষা করা
একক প্রজাতির মাছ হিসেবে দেশের মৎস্য উৎপাদনে ইলিশের অবদান সবচেয়ে বেশি।
বাংলাদেশের সার্টিফাইড পেটেন্ট পণ্য হিসেবে স্বীকৃত মাছটি সাঁতার কেটে নদীতে ডিম দেয়। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে ইলিশ খুবই জনপ্রিয়। বিশ্বের প্রায় ৭৫ শতাংশ ইলিশ বাংলাদেশে উৎপাদিত হয়।
চাঁদপুরকে বাংলাদেশের ইলিশের অন্যতম বৃহৎ বাণিজ্য কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়, কারণ পদ্মা নদীর মাছ অন্যান্য নদী থেকে আসা মাছের চেয়ে বেশি জনপ্রিয়।
—-ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও