বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (৭ আগস্ট) সেনা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুপুর ২টা ১০ মিনিটে দেশে পৌঁছাবেন।
তিনি বলেন, ‘আমি তাকে অভ্যর্থনা জানাতে সেখানে যাব। সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমানবাহিনী প্রধান আমরা সবাই তাকে সহযোগিতা করব। তিনি রাজনৈতিক দল ও ছাত্র ফোরামসহ সবার সহযোগিতা পাবেন। তিনি তার সব দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন বলে আমার বিশ্বাস।’
সংবাদ সম্মেলনে নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানরা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টার সংখ্যা হবে ১৫ জন। এ সংখ্যা দুয়েকজন বাড়তে পারে বলে জানান তিনি।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেশে অনেক গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, ‘আমি জনগণকে অনুরোধ করব তারা যেন এসব গুজবে কান না দেন।’
পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, নতুন করে আইজিপি নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘পুলিশের মনোবল আবার ফিরে আসবে এবং তারা পেশাদার বাহিনী হিসেবে কাজ করবে।’
তিনি বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সব সময় জনগণের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যতের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করব।
ক্ষমতার পালাবদলের পর সম্প্রতি দেশজুড়ে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলি প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, কিছু ঘটনা ঘটেছে, তবে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
তিনি বলেন, ‘পুলিশ নেই, তাই তারা ডিউটিতে নেই। এর কারণে যে শূন্যতা তৈরি হয়েছে তা সেনাবাহিনীর দ্বারা পূরণ করা যাবে না। সর্বোপরি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, আমরা হাজার হাজার মানুষকে উদ্ধার করেছি।’
তিনি উল্লেখ করেন, গত এক-দুই দিনে ঘটে যাওয়া ঘটনার কারণে তিনি দুঃখিত ও বিব্রত।
তিনি বলেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু কিছু ঘটনা ঘটেছে, সহজভাবে বললে আমাদের যথেষ্ট শক্তি ছিল না।’
পুনর্গঠনের পর পুলিশ বাহিনী দায়িত্ব পালন শুরু করলে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা এই শূন্যতা পূরণ করতে সক্ষম হব।’
তিনি আরও বলেন, এসব ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।
এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, রাজনীতিবিদরা তাকে সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিতে অনুরোধ করেছেন।
তিনি বলেন ‘রাজনীতিবিদরা আমাকে বলেছেন, আপনি দায়িত্ব নিন। এটা নেওয়ার কেউ নেই। কাউকে না কাউকে নিতে হবে। যদি কোনো ব্যর্থতা থেকে থাকে আমি সেই দায় নেব। আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি।’
দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে উল্লেখ করেন তিনি।
—–ইউএনবি
আরও পড়ুন
শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে যাচ্ছে জামায়াত: শিশির মনির
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত
যেসব কারণে প্রতিদিন ১টি কলা খাবেন