রংপুর ব্যুরো: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ -স্বাত্বক (সম্মান) শ্রেণীতে শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে জিএসটি গুচ্ছভিত্তিক তিনটি ইউনিটের শূন্য আসনে মেধাক্রম অনুসারে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। একই দিনে বিষয় বরাদ্দ ও ভর্তি নেওয়া হবে।
এ উপলক্ষে এ ইউনিটে (বিজ্ঞান শাখা) ২৯ টি শূণ্য আসনে ১৪০৫৬ হতে ২১৪৬৩ পর্যন্ত ২৫০ জনের সাক্ষাৎকার সকাল ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত প্রশাসনিক ভবনের চতুর্থ তলার বিজ্ঞান অনুষদের ডিন অফিসের ৪৩৩ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে।
বি ইউনিটে (মানবিক শাখা) ২টি শূণ্য আসনে ৪৫৪১ নম্বর হতে ৫৭০৬ পর্যন্ত ২০ জনের সাক্ষাৎকার প্রশাসনিক ভবনের তৃতীয় তলার সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসের ৩২১ নম্বর কক্ষে সকাল ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সি ইউনিটে (ব্যবসায় শিক্ষা শাখা) ৩টি শূণ্য আসনে ৪৩২৭ হতে ৫৮১৭ পর্যন্ত ৩০ জনের সাক্ষাৎকার প্রশাসনিক ভবনের চতুর্থ তলার বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসের ৪০৬ নম্বর কক্ষে সকাল ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকার পর্ব শেষে একই দিনে (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় শূণ্য আসনের বিপরীতে বিষয় বরাদ্দসহ তালিকা প্রকাশ করা হবে এবং বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।
উল্লেখ্য, সাক্ষাৎকার গ্রহণের সময় জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি (কক্ষ পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত) এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষা পাশের মূল নম্বরপত্র আনতে হবে।
এছাড়া ভর্তির সময় জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষা পাশের মূল নম্বরপত্র ও ফটোকপি, এইচএসসি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, দুই কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ভর্তি ফিসহ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরও পড়ুন
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
রংপুর অঞ্চলে ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো বীজতলা
বিএনপি নেতাকর্মীদের নামে ৩২টি মিথ্যা মামলা রাজনৈতিকভাবে নথিভুক্ত না হওয়ার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ- সংবাদ সম্মেলন