বেনাপোলে এক কেজি ১৬২ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
মঙ্গলবার ভোররাতে সাদিপুর সীমান্ত থেকে এক কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল সীমান্তের চেকপোস্ট সাদিপুর সড়কের ব্রিজের পাশে এক ব্যক্তিকে ধাওয়া করে।
তিনি আরও বলেন, পুলিশের ধাওয়া খেয়ে সাদা কসটেপে মোড়ানো অবস্থায় একটি প্যাকেট ফেলে পালিয়ে যায় পাচারকারী। পরে কসটেপ খুলে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ১৬২ গ্রাম। উদ্ধার স্বর্ণের মূল্য এক কোটি টাকা।
উদ্ধার স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা দেয়া হবে বলে ওসি জানান।
—-ইউএনবি

আরও পড়ুন
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক
বিটিআরসির সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক অবরোধ
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক