বেনাপোলে এক কেজি ২০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসময় দু’জনকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাস্টমস হাউসের সামনে কাস্টমস বিজিবি যৌথ চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিলন হোসেন (২৮) ও হিরন মিয়া (২৫)। তারা সম্পর্কে আপন দুই ভাই।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সকাল ৯টার দিকে কাস্টমস হাউসের কাছে থেকে দু’জনকে আটক করে এবং এক কেজি ২০০ গ্রাম ওজনের ১০টি সোনার বার জব্দ করে।
এ ঘটনায় পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
মেয়াদ শেষে মিনিট-ডাটা পরবর্তী প্যাকেজে যুক্ত করতে আইনি নোটিশ
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ