January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 10th, 2022, 7:28 pm

বেনাপোল সীমান্তে ৩০টি স্বর্ণের বার জব্দ, আটক ১

ফাইল ছবি

যশোরের বেনাপোলের গোগা সীমান্ত থেকে ৩০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসময় একজনকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তির নাম আসিকুর রহমান (৩৬)। তিনি বেনাপোল পোর্ট থানার বালুণ্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ (পিএসসি) জানান, ‘এক স্বর্ণ ‘পাচারকারী’ বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার করছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বারসহ আসিকুর রহমানকে আটক করে। জব্দ স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি ৫৩ লাখ টাকা।’

তিনি আরও জানান, ‘জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।’

—-ইউএনবি