March 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 9th, 2025, 9:46 pm

ব্যাংক ডাকাতিতে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসফাইল ছবি: বাসস

অনলাইন ডেস্ক:
যাঁরা ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত, যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাঁদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ রোববার প্রধান উপদেষ্টার কাছে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘বাংলাদেশের অর্থনীতি: সাম্প্রতিক চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়। সেখানেই প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের এ নির্দেশনা দিয়েছেন। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, যাঁরা যাঁরা ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত, যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাঁদের খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তাঁরা যেন আইনের আওতার বাইরে না থাকেন। যে করেই হোক, তাঁদের আইনের আওতায় আনার জন্য তিনি জোর দিয়েছেন।
প্রেস সচিব জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, এস আলমের যত সম্পদ আছে, সব জব্দ করা হয়েছে। মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধেও কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব সম্পদ দেশের বাইরে চলে গেছে, সেগুলো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথার প্রসঙ্গ টেনে প্রেস সচিব বলেন, ১২ অলিগার্ক বা যাঁরা ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িত বা বিদেশে টাকা নিয়ে গেছেন, তাঁদের চিহ্নিত করা হয়েছে।
এ ছাড়া প্রধান উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে গভর্নরকে বলেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব। ব্রিফিংয়ে তিনি বলেন, এ বিষয়ে কাজ করছেন বলে গভর্নর জানিয়েছেন। সংবাদ ব্রিফিংয়ে ‘বাংলাদেশের অর্থনীতি: সাম্প্রতিক চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক প্রতিবেদনের কয়েকটি তথ্য তুলে ধরা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সভায় যাঁরা ছিলেন, তাঁরা বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। মূল সূচকগুলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। ৫ মাসে রপ্তানির প্রবৃদ্ধি ১০ শতাংশ, আমদানির প্রবৃদ্ধিও বেড়েছে। নতুন চাকরি তৈরি হচ্ছে। মূল্যস্ফীতি একসময় ১২ শতাংশের মতো উঠেছিল, এখন সেটি ৯ শতাংশে, মানে ‘সিঙ্গেল ডিজিটে’ নেমে এসেছে। কাজ করার কারণে মূল্যস্ফীতি কমে আসছে। তাঁদের দৃঢ় বিশ্বাস, জুলাইয়ের মধ্যে এটি সাড়ে ৭ শতাংশের মধ্যে আসবে।
সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।