জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নদী ও খালে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান।
বুধবার (১ জুন) ভোর সাড়ে ৬ থেকে অভিযান শুরু করে থেকে সকাল ১১ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান জানান, উপজেলার চান্দুরা ইউনিয়নের সাপোটিয়া বিলে এবং তিতাস নদীতে থানা পুলিশের সহায়তায় ভোর সাড়ে ৬ থেকে অভিযানের পরিচালনা করে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, এ সকল জাল জব্দের সময় জালের মালিক পাওয়া যায়নি , জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এসব অবৈধ জাল বিক্রি ও ব্যবহার সম্পুর্ণ নিষিদ্ধ, এ সকল জাল ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
দুপুরে উন্মুক্ত স্থানে ঐসকল জব্দকৃত অবৈধ জাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী