অনলাইন ডেস্ক :
ফিটনেস কোচ নূপূর শিখরের সঙ্গে প্রেম করছেন আমির কন্যা ইরা খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই তারা দুজন দুজনের ছবি করেন। ইরা খান সম্প্রতি তার প্রেমিক নূপুর শিখরের সঙ্গে তুষারপাত উপভোগ করার ছবি শেয়ার করেছেন। ছবি দেখে মনে হচ্ছে দুজন দেশের বাইরে কোথাও ছুটি কাটাচ্ছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি শেয়ার করে নূপুর লিখেছেন, “আমার প্রথম তুষারপাত। এটা কতটা শান্ত।” পোস্টের জবাবে ইরা মন্তব্য করেছেন, “কত সুন্দর!”। গন্তব্য না জানালেও, বোঝা যাচ্ছে বরফে ঢাকা কোথাও বেড়াতে গিয়েছেন তারা। তুষারপাতের ছবি পোস্ট করেছেন ইরার বয়ফ্রেন্ড নুপূর শিখরে। সেখানে ক্যাপশনে নিজেই লিখেছেন, ‘জীবনের প্রথম তুষারপাত। কতটা কুল এটা’। ইরার সঙ্গেই বেশিরভাগ ছবি দিয়েছেন নুপূর। ইরাও ছবিতে নুপূরকে ভালোবাসায় ভরিয়ে কমেন্ট করেছেন। শুধু নূপুর শিখরে এবং ইরা খান নয়, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরাও তাদের ছুটির উপভোগ করছেন বলে মনে হচ্ছে। মুহূর্তে ভাইরাল হয়েছে ইরা ও নুপূরের সব ছবি।একজন ভক্ত লিখেছেন, “গর্জিয়াস,” আরেকজন উল্লেখ করেছেন, “আমির স্যারের নতুন সিনেমার শুটিং করছেন? বারফরোশ।” কিছু ভক্তও মন্তব্য করেছেন যে দুজনকে কীভাবে “আরাধ্য” দেখায়। বলিউডে অভিষেক না করেও বেশ চর্চায় থাকেন ইরা খান। বহুবার বহু বিতর্ক, সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাকে। কোনও না কোনও বিষয়ে প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসে ইরার নাম।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব