পড়াশোনা বন্ধের ২৯ বছর পর এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৬৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দর নান্দিনামধু গ্রামের টানা তিনবার নির্বাচিত হওয়া ইউপি সদস্য মো. রবিউল আউয়াল রবি।
জানা গেছে, টানা তিন বারের নির্বাচিত ইউপি সদস্য চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সামান্য কয়েক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
নান্দিনামধু গ্রামের মৃত সোহরাব আলী সরকারের ছেলে সাবেক ইউপি সদস্য রবিউল আওয়াল জানান, ১৯৯২ সালে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সব বিষয়ে লেটার মাকর্স পেলেও গণিতে ২৮ নম্বর পেয়ে অকৃতকার্য হন তিনি। এমন অকৃতকার্য হওয়ার কারণে মনের দুঃখে পরবর্তীতে পরীক্ষায় আর অংশগ্রহণ করেনি। এর মধ্যে এলাকায় নির্বাচন করে একটানা তিন বার সদস্য নির্বাচিত হয়ে এলাকাবাসীর সেবা করেছেন। হঠাৎ করে দুই বছর আগে আবার পড়াশোনা শুরু করার চিন্তা-ভাবনা করেন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শহীদুল বুলবুল কারিগরি স্কুল অ্যান্ড কলেজে ৪১ বছর বয়সে নবম শ্রেণিতে ভর্তি হয়ে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন রবি। আর ৪৩ বছর বয়সে জিপিএ ৪.৬৮ পেয়ে উত্তীর্ণ হয়ে গর্ববোধ করছেন তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাকমান আলী রবিউলের কৃতিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিউল আওয়াল জানান, জামতৈল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য থাকা অবস্থায় গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে সামান্য কয়েক ভোটে হেরে একটু মন খারাপ হয়েছিল তার। কিন্তু চার দিন পর এসএসসি পরীক্ষার রেজাল্টে পাশের আনন্দ তার পরাজয়ের কষ্টকে দূর করে দিয়েছে।
এ ছাড়া পড়াশোনাটা যতটুকু পারা যায় চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন রবি।
—ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী