অনলাইন ডেস্ক :
ভারতের লাদাখে গাড়ি নদীতে পড়ে সাত সেনা সদস্য নিহত হয়েছেন। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, সায়ক নদীতে গাড়িটি পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ১৯ সেনা সদস্য। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ‘২৬ সেনার একটি দল পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে সাব সেক্টর হানিফের দিকে যাচ্ছিল। শুক্রাবার সকাল ৯টার দিকে থোয়াইজ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সেনাদের গাড়িটি রাস্তা থেকে ছিটকে ৫০-৬০ ফুট নিচে শেওক নদীতে পড়ে যায়। এতে অনেকে হতাহত হয়েছে।’
সেনাবাহিনীর পক্ষে দেওয়া বিবৃতিতে জানানো হয়, আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার