অনলাইন ডেস্ক :
বিজেপি বিধায়কের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার অপরাধে থানায় অর্ধনগ্ন করে রাখা হলো সাংবাদিক এবং ইউটিউবারদের। মধ্যপ্রদেশের এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ভারতে। সূত্র এনডিটিভি। একজন সাংবাদিক এবং থিয়েটার শিল্পীসহ একদল পুরুষকে মধ্যপ্রদেশের একটি থানায় অন্তর্বাস পরা অবস্থায় একটি পোস্টে দেখা গেছে, যা এখন ভাইরাল। আটজনকে সামনে হাত দিয়ে দেয়ালে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ঘটনার সূত্রপাত গত শনিবার। অভিযোগ, এক স্থানীয় সাংবাদিক এবং তার চিত্রগ্রাহক স্থানীয় বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভের ছবি তুলতে যান। সেখান থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিদের মধ্যে এক নাট্যকর্মীও ছিলেন। ঘটনাটি গত শনিবার মধ্যপ্রদেশের সিধি জেলায় ঘটেছিল যখন সাংবাদিক একটি নকল ফেসবুক প্রোফাইল ব্যবহার করে বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লা এবং তার ছেলে গুরু দত্ত শুক্লার বিরুদ্ধে কথিত অশালীন মন্তব্য করার জন্য থিয়েটারশিল্পী নীরজ কুন্দের গ্রেফতারের প্রতিবাদের সংবাদ কভার করতে গিয়েছিলেন। অভিযোগ, থানায় এনে পুলিশ তাদের অন্তর্বাস পরা অবস্থায় দাঁড় করিয়ে রাখে। প্রায় ১৮ ঘণ্টা তাদের আটক করে রাখা হয়। সেই ছবি সামাজিক মাধ্যমে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ওই সাংবাদিকের অভিযোগ, পুলিশ তাদের মেরেছে, খারাপ ব্যবহার করেছে। কেন তারা বিধায়কের বিরুদ্ধে খবর করতে গিয়েছিল, সে প্রশ্ন করা হয়েছে। সাংবাদিকের দাবি, তার চিত্রগ্রাহককে গ্রেফতার করা হয়েছে। ভুয়া মামলাও করা হয়েছে। পুলিশ এবং ওই বিজেপি বিধায়ক এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
দাবানলে পুড়ছে হলিউড হিলস