দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ শহরের একটি স্ক্র্যাপ গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে শহরের ভৈগুদা এলাকায় শওদান ট্রেডার্সের মালিকানাধীন দোতলা গোডাউনের নিচতলায় আগুনের সূত্রপাত হয় এবং কিছুক্ষণের মধ্যেই পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।
কর্মকর্তাদের মতে, নয়টির মতো দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও আগুন নেভাতে তাদের প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।
সিনিয়র ফায়ার অফিসার ভি পাপিয়া স্থানীয় মিডিয়াকে বলেন, ‘গোডাউনের প্রথম তলায় প্রায় ১২ জন কর্মী ঘুমিয়েছিলেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তাদের মধ্যে ১১ জন জীবন্ত দগ্ধ হয়।’
পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই পূর্ব রাজ্য বিহারের অভিবাসী শ্রমিক।
হায়দরাবাদের পুলিশ প্রধান সিভি আনন্দ বলেছেন, ‘তাদের মধ্যে একজন আগুন থেকে জীবন রক্ষা করে বের হতে সক্ষম হয়েছে এবং তাকে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
তিনি বলেন, বেশিরভাগ মৃতদেহ এতোটাই পুড়ে গেছে যে তাদের দেখে শনাক্ত করা যাচ্ছে না।
দমকল কর্মকর্তা জানান, গোডাউনে রাখা ফাইবার তারের কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করছেন। যদিও দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন