অনলাইন ডেস্ক :
একটি নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে ভারতের উত্তর প্রদেশে। আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) গ্রেটার নয়ডার পশ্চিমে আম্প্রপালি ড্রিম ভ্যালি হাউজিং সোসাইটিতে ঘটেছে মর্মান্তিক এই ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সার্ভিস লিফটটি দড়ি ছিঁড়ে আটতলা থেকে পড়ে তৃতীয় তলায় আটকে যায়। এতে চার শ্রমিক প্রাণ হারান, আহত হন আরও পাঁচজন।
আহতদের নিকটবর্তী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর। হাসপাতালটি পরিদর্শন করেছেন গ্রেটার নয়ডা অথোরিটির সিইও এনজি রবি এবং জেলা ম্যাজিস্ট্রেট মনীশ কুমার ভার্মা। এর আগে, গত মাসে নয়ডার ১৩৭ নম্বর সেক্টরে লিফট ছিঁড়ে প্রাণ হারান এক নারী। পুলিশ জানায়, দুর্ঘটনার সময় লিফটের ভেতরে ওই নারী একাই ছিলেন। দড়ি ছিঁড়ে পড়লে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি।
আরও পড়ুন
রাজ্যসভার সদস্য হলেন হর্ষবর্ধন শ্রিংলা
পরিবারের ইচ্ছায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাল ইরান
অবশেষে অস্ত্র সমর্পণ করতে যাচ্ছে পিকেকে