January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 12th, 2023, 8:37 pm

ভারতে সামরিক ঘাঁটিতে গোলাগুলি, ৪ সেনা নিহত

অনলাইন ডেস্ক :

ভারতের পাঞ্জাবে সামরিক ঘাঁটিতে ভয়াবহ গোলাগুলিতে অন্তত চার সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার (১২ এপ্রিল) স্থানীয় সময় ভোরে পাঞ্জাব প্রদেশের বাথিন্দা সামরিক ঘাঁটিতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। সেনাবাহিনীর দক্ষিণ পশ্চিম কমান্ড এক বিবৃতিতে জানায়, ঘাঁটির ভেতরে গোলাগুলির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় দ্রুত জরুরি সহায়তাকারী দল পাঠানো হয়। পুরো এলাকা ঘেরাও এর পাশাপাশি শুরু হয়েছে তল্লাশি অভিযান। বন্ধ রাখা হয়েছে সেনা ঘাঁটির সব প্রবেশদ্বার। বাথিন্দার জেষ্ঠ্য পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ সদস্যরা ঘাঁটির বাইরে অপেক্ষা করছেন। তবে সেনাবাহিনী এখনও তাদের সেখানে প্রবেশের অনুমতি দেয়নি। এ ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি। তবে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বরং সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানতে চলছে তদন্ত। বাথিন্দা সেনা ঘাঁটির অবস্থান নয়াদিল্লি থেকে ২৮০ কিলোমিটার দূরে।