অনলাইন ডেস্ক :
নোয়াখালীর সেনবাগ উপজেলার বিজ বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশের ঝোঁপ থেকে চার বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে এগুলো উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র সংলগ্ন একটি পুরাতন ক্লাবের উত্তর পাশে লাগোয়া ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি চটের বস্তা উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ৫১টি লাঠি, ১৮টি লোহার রড, একটি টেঁটা-বল্লম, ছয়টি ছোরা, চারটি রাম দা, দুটি চায়না চাপাতি, দুটি ক্রিকেট স্ট্যাম্প, তিনটি স্টিলের পাইপ, দুটি প্লাস্টিকের পাইপ ও একটি হকি স্টিক ছিল। ধারণা করা হচ্ছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিশৃঙ্খলা ও ত্রাস সৃষ্টির কাজে ব্যবহার করতে এগুলো লুকিয়ে রাখে দুষ্কৃতকারীরা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী