January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 29th, 2023, 8:51 pm

ভোলায় ধরা পড়ল সাড়ে ৬ মণ ওজনের হাউস মাছ

ভোলার মেঘনা নদীতে প্রায় সাড়ে ছয় মণ ওজনের একটি বিশাল আকৃতির মাছ ধরা হয়েছে। এর পর মাছটি বরিশাল মোকামে নিয়ে আট হাজার ৮০০ টাকা মনে বিক্রি করা হয়। মাছটি ‘হাউস মাছ’ বলেও পরিচিত।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে ভোলা সদরের ইলিশা ও রাজাপুরের মাঝামাঝি এলাকায় জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

পরে ইলিশা মাছ ঘাটে মাছটি বিক্রির উদ্দ্যেশে নিয়ে আসলে একনজর দেখতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমান।

স্থানীয়রা জানান, রাজাপুর ৩ নম্বর ওয়ার্ডের সাইদুল মাঝির মাছ ধরা নৌকার জেলেদের জালে মাছটি ধরা পড়ে। এর ওজন ছয় মণ ২৩ কেজি।

সাইদুল মাঝি জানান, বিকালে জাল টানতে গিয়ে দেখি বিশাল আকৃতির হাউস মাছটি উঠে আসে। পরে অন্য জেলেদের সহযোগিতায় মাছটি নৌকায় তোলা হয়। এরপর মাছটি বরিশাল মোকামে নিয়ে আট হাজার ৮০০ টাকা মণ দরে বিক্রি করা হয়।

এছাড়া এমন বিশাল আকৃতির মাছ আর কখনও দেখিনি বলেও জানান তিনি।

জেলেরা জানান, গভীর সাগরে থাকে এসব মাছ। ধারণা করা হচ্ছে, মাছটি দিক হারিয়ে মেঘনায় চলে এসেছে।

—-ইউএনবি