January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 26th, 2022, 9:24 pm

মগবাজারে বাসচাপায় কিশোর নিহতের ঘটনায় ২ চালক গ্রেপ্তার

রাজধানীর মগবাজার এলাকায় বাসের চাপায় এক কিশোর হকার নিহতের ঘটনায় বাসের দুই চালককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন থেকে মনির হোসেন (২৭) এবং মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ইমরান হোসেনকে (৩৪) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।
গত ২০ জানুয়ারি মগবাজার এলাকায় ১৪ বছর বয়সী রাকিবুল ইসলাম নিহত হওয়ার পর থেকেই তাদের খোঁজা হচ্ছিল। রাকিবুল মাস্ক বিক্রেতা ছিলেন।
আজমেরী গ্লোরি পরিবহনের দুটি বাস একটি অন্যটিকে ওভারটেক করার প্রতিযোগিতা করলে রাকিবুল দ্রুতগামী বাস দুটির নিচে চাপা পড়েন।
গ্রেপ্তার ব্যক্তিরা র‍্যাবকে জানায়, তারা বেশি যাত্রী নেয়ার জন্য দ্রুত পরবর্তী স্টপজে যাওয়ার জন্য প্রতিযোগিতা করছিলেন।
র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার এ মঈন বুধবার বলেন, মনির মূলত বাসের চালক নয়। বাসের মূল চালক গুলিস্তানে নেমে গেলে তিনি বাসটি চালাচ্ছিলেন।
তিনি জানান, দাউদকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ইমরানকে খোঁজা হচ্ছিল।

—–ইউএনবি