সিনহুয়া, আবুজা :
স্থানীয় কর্তৃপক্ষ সোমবার (২৬ ডিসেম্বর) জানিয়েছে, মধ্য নাইজেরিয়ার একটি গ্রামে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় হামলায় কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছেন।
স্থানীয় বোক্কোস অঞ্চলের একটি গ্রাম মুশুতে পশু পালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষে ১৬ জনের মৃত্যুর মধ্যদিয়ে এই ঘটনার সূত্রপাত হয়।
সোমবার বোক্কোস রাজ্যের স্থানীয় সরকারের প্রধান কাসাহ এএফপিকে জানিয়েছে, কমপক্ষে ১১৩ জন নিহত হয়েছে এবং ৩০০ জনেরও বেশি আহত মানুষকে বোক্কোস, জোস ও বারকিন লাদিতে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় রেড ক্রসের একটি অস্থায়ী টোল বোক্কোস অঞ্চলের ১৮টি গ্রামে ১০৮ জন মৃত্যুর খবর দিয়েছে।
রাজ্য সংসদের সদস্য ডিকসন চোলম জানিয়েছেন, বারকিন লাডি এলাকার বেশ কয়েকটি গ্রামে কমপক্ষে ৫০ জন মারা গেছেন বলে জানা গেছে।
সশস্ত্র হামলা নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে একটি বড় সুরক্ষা হুমকি হয়ে দাঁড়িয়েছে, যার ফলে মৃত্যু ও অপহরণ ঘটছে।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন