২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত মন্ত্রিসভার নেয়া সিদ্ধান্তের ৮৯ শতাংশ বাস্তবায়িত হয়েছে এবং বাকি ১১ শতাংশ বাস্তবায়নাধীন।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে দেয়া এক প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে মন্ত্রিসভা মোট ৭৪৮টি সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৬৬৬টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং বাকি ৮২টি বাস্তবায়নাধীন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে হওয়া এ সভায় সভাপতিত্ব করেন।
সভার পর বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২০১৯ সালের জানুয়ারি থেকে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৮৯ দশমিক ০৪ শতাংশ।
২০১৯ সালে মন্ত্রিসভার গৃহীত ২৫৮টি সিদ্ধান্তের মধ্যে ২৫২টি (৯৭ দশমিক ৬৭ শতাংশ) বাস্তবায়িত হয়েছে এবং ২০২০ সালে নেয়া ২৫১টি সিদ্ধান্তের মধ্যে ২৩৭টি (৯৪ দশমিক ৪২ শতাংশ) নির্বাহ হয়েছে।
এছাড়া ২০২১ সালে নেয়া ১৮০টির মধ্যে ১৪১টি (৭৮ দশমিক ৩৩ শতাংশ) এবং ২০২২ সালের মার্চ পর্যন্ত নেয়া ৫৯টি সিদ্ধান্তের মধ্যে ৩৬টি (৬১ দশমিক ০২) কার্যকর হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও