উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৮ মে) ভোর ৬টার দিকে উপজেলার হরিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। ইউএনও জেলার ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।
ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) কামাল আহমেদ বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি ফুলপুরের হরিরামপুর নামক এলাকায় শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইউএনওর গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গুরতর আহত হন। বাসটি জব্দ করা হয়েছে।
চালক পালিয়ে গেলেও গাড়ির হেলপারকে প্রায় এক কিলোমিটার এলাকা দৌঁড়ে আটক করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
—-ইউএনবি

আরও পড়ুন
ফাঁস হওয়া প্রশ্নে ৭ কলেজে অনার্স পরীক্ষা, গঠন করা হলো তদন্ত কমিটি
তরুণদের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান
অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়াকে আলোকিত জনপদে রূপান্তর করা হবে- প্রিন্স