ময়মনসিংহের তারাকান্দায় সিএনজি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের কাশিগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক তারাকান্দার কাশিগঞ্জ বাজার এলাকায় বিপরীত দিক আসা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই সিএনজিচালক ও এক নারী যাত্রী নিহত হয়। এসময় আহত হয় আরও তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও এক নারীর মৃত্যু হয়।
ওসি আরও জানায়, এই ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মধ্যে দুইজন নারী অপরজন সিএনজি চালক। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
—-ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার