অনলাইন ডেস্ক :
আসন্ন কাতার বিশ্বকাপের শিরোপা জয় করবে ক্যামেরুন! এটি অদম্য সিংহদের কিংবদন্তী ফুটবল তারকা স্যামুয়েলস ইতোর ভবিষ্যদ্বাণী। এখানেই শেষ নয়, আগামী ১৮ ডিসেম্বর অল আফ্রিকান বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেছেন তিনি। ইতো আরো বলেছেন ইংল্যান্ডকে শেষ ষোলর লড়াইয়ে স্বাগতিক কাতারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। নিজের আমলে এই টুর্নামেন্ট থেকে যে বড় কিছু আশা করছেন সেটি গোপন করেননি ক্যামেরুন ফুটবল ফেডারেশনের নবনিযুক্ত সভাপতি ইতো। যদিও আগামী ২০ নভেম্বর কাতারে শুরু হতে যাওয়া বিশ্বকাপে নিজ দেশ ক্যামেরুন প্রতিদ্বন্দ্বিতা করবে র্যাংকিংয়ের ৪৩তম অবস্থান নিয়ে। ক্যামেরুনের হয়ে বিশ্বকাপের চারটি আসরে অংশ নেয়া ইতো কোনবারই দলকে নকআউট পর্ব পর্যন্ত নিয়ে যেতে পারেননি। তারপরও তিনি মনে করেন ২০২২ সালের বিশ^কাপটি হতে পারে আফ্রিকান ফুটবলের জন্য সবচেয়ে বড় পুরস্কার। কাতার লিগ্যাসির দূত হিসেবে ইএসপিএনকে দেয়া এক বিবৃতিতে ইতো বলেন,‘ সবসময় বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ছিল আফ্রিকার। কিন্তু আমরা এখনো পর্যন্ত নিজেদের সেরাটা দেখাতে পারিনি। কালের পরিক্রমায় আফ্রিকার দলগুলো আরো বেশী অভিজ্ঞতা অর্জন করেছে। আমার মতে তারা শুধু খেলার জন্য নয়,বিশ্বকাপ শিরোপা জয়ের জন্যও প্রস্তুত। মরক্কোর বিপক্ষে ফাইনালে এবারের বিশ^কাপের শিরোপা জয় করবে ক্যামেরুন।’ ৪১ বছর বয়সি এই সাবেক ফুটবলার বিশ^কাপের একটি রুটও জানিয়ে দিয়েছেন, যেখানে টুর্নামেন্টের ফাইনাল খেলবে আফ্রিকারই দুটি দল। ইউরোপ বা দক্ষিন আমেরিকার বাইরের দল নিয়ে বিশ^কাপের ফাইনালের ঘটনা কখনো ঘটেনি। শুধু তাই নয় শেষ ষোলর ম্যাচে কাতারের ব্যাপারে সতর্ক থাকার জন্য ইংল্যান্ডকে পরামর্শ দিয়েছেন ইতো। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী বিশ্বকাপের ফাইনালে ক্যামেরুনের মোকাবেলা করার আগে স্পেন, পর্তুগাল ও বর্তমান চ্যাম্পিয়ন ফান্সকে বিদায় করবে মরক্কো। অপরদিকে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে তারা পরাজিত করবে যথাক্রমে বেলজিয়াম ও সেনেগালকে। সবশেষে ইতো বলেন, ‘শিরোপা জয় করাটা হবে স্বপ্ন পুরনের মতো। সব খেলোয়াড়েরই আসল লক্ষ্য থাকে শিরোপা জয় করা। আমাদের ফেডারেশনের সভাপতি হিসেবে আমিও চাই ক্যামেরুন বিশ^কাপের শিরোপা জয় করুক।’ আফ্রিকা মহাদেশ থেকে রেকর্ড আটবার বিশ^কাপের চুড়ান্ত আসরে খেলার যোগ্যতা অর্জন করা অদম্য সিংহরা এবারের আসরে জি গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপের বাকী দলগুলো হচ্ছে ব্রাজিল, সার্বিয়া ও সুইজারল্যান্ড। আগামী ২৪ নভেম্বর কাতারের আল ওয়াকরাহের আল জানুব স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ মিশন শুরু করবে ক্যামেরুন।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল