অনলাইন ডেস্ক :
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) প্রকল্প থেকে ২০২৪ সালের পর নিজেদের প্রত্যাহার করে নেবে রাশিয়া। দেশটির মহাকাশ সংস্থা রসকসমসের নতুন প্রধান ইউরি বোরিসভ মঙ্গলবার ক্রেমলিনে এক বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ কথা জানান।তিনি বলেন, আইএসএস প্রকল্পের অংশ হিসেবে বিদেশি অংশীদারদের প্রতি নিজেদের বাধ্যবাধকতা পূরণ করতে চায় মস্কো। তবে ২০২৪ সালের পর এ স্টেশন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ততদিনে রুশ অরবিটাল স্টেশন চালু হবে। বোরিসভের ভাষ্য, রাশিয়ার মানুষবাহী মহাকাশ ফ্লাইটগুলো একটি নিয়মতান্ত্রিক বৈজ্ঞানিক কর্মসূচির অংশ হওয়া উচিত। এতে প্রতিটি মিশন দেশটিকে নতুন জ্ঞান সরবরাহ করতে পারবে।এদিকে, ২০৩০ সাল পর্যন্ত আইএসএস পরিচালনা করার পরিকল্পনা করেছে নাসা। রসকসমসের সাবেক প্রধান দিমিত্রি রোগজিন ভবিষ্যতবাণী করে বলেছেন, মেরামতের জন্য বড় অংকের বিনিয়োগ না করা হলে বিচ্ছিন্ন হয়ে যাবে আইএসএস। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে স্টেশনটিকে কক্ষপথে রাখার প্রচেষ্টা রাশিয়ার পক্ষে আর সম্ভব নয় বলেও জানিয়েছেন রসকসমসের সাবেক বস। এ বিষয়ে গত এপ্রিলেও সতর্ক করেছিলেন তিনি।প্রসঙ্গত, ১৯৯৮ সালে রাশিয়ান, আমেরিকান, জাপানি, কানাডিয়ান এবং ইউরোপীয় মহাকাশ সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টা হিসেবে চালু হয়েছিল আইএসএস। এটি রাশিয়ান এবং আমেরিকান বিভাগে বিভক্ত; পরবর্তীতে যুক্তরাষ্ট্র এবং প্রকল্পের অন্যান্য অংশগ্রহণকারীদের দ্বারা পরিচালিত হয়ে আসছে।রসকসমস ইতোমধ্যে তাদের নতুন মহাকাশ স্টেশনের ছবি প্রকাশ করেছে। যেটির নামরাশিয়ান অরবিটাল সার্ভিস স্টেশন (আরওএসএস)। এটি চারটি মডিউল এবং একটি মহাকাশযান রক্ষণাবেক্ষণ প্ল্যাটফর্ম নিয়ে গঠিত। দুই থেকে চারজনের একটি ক্রু হোস্ট করার জন্য এটিকে ডিজাইন করা হচ্ছে।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস