মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া ও চরপাড়া গ্রামে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- একই উপজেলার কানুটিয়া গ্রামের জামান মির্জার ছেলে তন্ময় মির্জা (২২) ও চরপাড়া গ্রামের আকুল শেখের ছেলে উমেদ আলী (২০)।
মাগুরার মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহানুল ইসলাম বলেন, বিকালে জমিতে কৃষিকাজ করার সময় আকস্মিকভাবে ঝড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে তন্ময় ও উমেদ আহত হয়। স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে খুবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন
মুরাদনগরে কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির ১৭ সদস্য কমিটি গঠনঃ সভাপতি নারায়ন দেব নাথ সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম খান
রংপুরে বিশ্ব জনসংখা দিবস পালিত