মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী। সোমবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার রাধানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন শেখ (২৮) মাগুরা সদরের পারলা বেলতলা এলাকার বাদশা শেখের ছেলে।
আহত অপর দুইজন হলেন- আশিক ও সুজা। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, শাহিনসহ ৩ জন শ্রীপুরের আমতৈল এলাকায় একটি মাছের ঘের পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন। সকালে বাড়ি ফেরার পথে রাধানগর এলাকায় একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে মোটর চালিত ভ্যানে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনার তদন্তে থাকা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রবিউল বলেন, দুর্ঘটনার পর আহতদেরকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়।
এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও