অনলাইন ডেস্ক :
মাদাগাস্কার উপকূলে চলতি সপ্তাহের শেষ দিকে নৌকা ডুবে ২২ অভিবাসীর মৃত্যু হয়েছে। এ দ্বীপ দেশের বন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (১৩ মার্চ) এমনটি জানায় বার্তা সংস্থা এএফপি। এক বিবৃতিতে বলা হয়, ‘৪৭ জন লোক গোপনে একটি নৌকায় চড়ে মায়োটের দিকে যাওয়ার সময় নৌকাটি ডুবে গেলে এসব মানুষ প্রাণ হারায়। এ ঘটনায় ২৩ জনের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে এবং ২২ জনের মরদেহ পাওয়া গেছে।’ বিবৃতিতে আরো বলা হয়, শনিবার এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো দু’জন নিখোঁজ রয়েছে এবং তাদেরকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘খুবই কঠোর’ পদক্ষেপ নেওয়া হবে: ট্রাম্প
থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়লো ক্রেন, নিহত অন্তত ২২
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ২ হাজার নিহত: ইরানি কর্মকর্তা