মাদারীপুর জেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে জেলার কিছু কিছু এলাকায় পাকা সরিষা ঘরে তুলতে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন।
অল্প খরচে বেশি লাভ হওয়ায় এই জেলার মানুষ ব্যাপকভাবে সরিষা ফলন করে থাকেন।
সরেজমিনে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের লক্ষীগঞ্জ গ্রামের বিভিন্ন এলাকায় ঘরে সরিষা ফুলের হলুদ রঙের মনোরম দৃশ্য দেখে মন জুড়িয়ে গেছে।
এই গ্রামের সরিষা চাষি মেরজন খালাসি (৪৬) বলেন, ‘সরিষা আবাদে বেশি লাভ, তাই এক একর জমিতে সরিষা ফলন করেছি। উক্ত জমিতে ২০ মণ সরিষা হবে বলে আশা করি।’
একই এলাকার মোক্তার মোল্লা (৫০) এবার ৮০ শতাংশ জমিতে সরিষা ফলন করেছে বলে তিনি জানান। মোক্তার সরিষা চাষে এবার ২০ হাজার টাকা লাভের আশা করছেন।
কালাম কাজি (৫৫) এবার দেড় একর জমিতে সরিষা ফলন করেছেন। তার সরিষার বাম্পার ফলন হয়েছে। তিনি ৪০ হাজার টাকা লাভের আশা করছেন বলে জানিয়েছেন।
জেলা কৃষি অফিস জানিয়েছে, চলতি মৌসুমে জেলার ৫টি উপজেলায় ১৫ হাজার ৯৮০ হেক্টর জমিতে সরিষা ফলন হয়েছে। বর্তমান জেলার বিভিন্ন হাট-বাজারে ৪ হাজার টাকা মণ দরে নতুন সরিষা বিক্রি হচ্ছে।
রাস্তি ইউনিয়নের ব্লক সুপারভাইজার রাজিব বাবু বলেন, এলাকায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন