মানিকগঞ্জে ট্রাকচাপায় সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আউটপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজির চালক শাহীন মোল্লা ( ৪২)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডী গ্রামের ইমান মোল্লার ছেলে। নিহত অন্য দুজন যাত্রী হলেন- একই পরিবারের জসিম তালুকদার ( ৪৫) ও তার নাতী ইয়াসিন (৫)।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, সোমবার সকালে সদর উপজেলার বালিরটেক থেকে মানিকগঞ্জ শহরগামী একটি সিএনজির সঙ্গে বিপরীতগামী একটি বালুবোঝাই ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ তিনজন মারা যায়।
আহতরা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে হামজা (৩) ও ফৌজিয়ার (৩০) অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ড্রাম ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন