April 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 19th, 2024, 7:01 pm

‘মানুষের পেটে ভাত না জুটিয়ে সংস্কারের কথা বললে হবে না’

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক বলেছেন, ক্ষুধার্তদের খাবার না দিয়ে সংস্কার করলে সে সংস্কার তারা হজম করতে পারবে না। ক্ষুধার্তদের ক্ষুধা নিবারণ করতে তাদের জন্য খাবার জোগান দিতে হবে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির লক্ষ্মীপুর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির হলরুমে এ আয়োজন করা হয়।

সাইফুল হক বলেন, মানুষের পেটে ভাত না জুটিয়ে, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ না করে, শুধু সংস্কারের কথা বললে মানুষের পেট ভরবে না। সুতরাং ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছাতে হবে। তাদের তিন বেলা খাবার নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, ‘সংস্কার করবেন ভালো কথা, আমরা আপনাদের সমর্থন দিয়েছি।
কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আওয়ামী সিন্ডিকেট এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে। সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। কিন্তু কেন তা এখনো ভাঙতে পারছেন না।
যদি তা ভাঙতে না পারেন, দ্রব্যমূল্যের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে না পারেন, তাহলে সরকারের সফলতা ব্যর্থ হবে।’