January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 22nd, 2023, 8:08 pm

মায়ামিকে জেতাতে পারেননি মেসিও

অনলাইন ডেস্ক :

মেজর সকার লিগের প্লে-অফ থেকে আগেই ছিটকে গেছে ইন্টার মায়ামি। লিগের শেষ ম্যাচ তাই নিয়মরক্ষার ছিল লিওনেল মেসিদের জন্য। কিন্তু এই ম্যাচেও হারের তেতো স্বাদ পেয়েছে ক্লাবটি। লিওনেল মেসি শুরুর একাদশে ফিরলেও দলকে জেতাতে পারেননি। শার্লটের কাছে হেরে গেছে ১-০ গোলে। এ নিয়ে লিগে ছয় এবং সব মিলিয়ে সাত ম্যাচে জয়হীন মায়ামি।

সব শেষ ২১ সেপ্টেম্বর জয়ের দেখা পেয়েছিল ক্লাবটি। এদিন প্রতিপক্ষের মাঠে বলের দখল ছিল মায়ামির পায়ে। কিন্তু লিওনেল মেসিদের সঙ্গে সমান তালে লড়াই করেছে শার্লট। যার দরুন ১৩ মিনিটেই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। গোল করেন কারউন ভার্গাস। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালান মেসি। একবার বল জালেও পাঠিয়েছিলেন, কিন্তু অফসাইডের পতাকা ওঠায় তা বাতিল করা হয়। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি মায়ামি। ৩৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে ১৪-তে লিগ শেষ করল ইন্টার মায়ামি।