যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স সম্পর্কিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন।
কনস্যুলার ইস্যু নিয়ে আলোচনার জন্য তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
ঢাকায় আসার আগে তিনি পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি সফর করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, উক্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দূতাবাস ও কনস্যুলেট কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, তার সফর বিদেশে মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার প্রতি আমাদের গভীর ও টেকসই অঙ্গীকারকে তুলে ধরে।
—–ইউএনবি
আরও পড়ুন
ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিক্রি ৩ কোটি টাকায়
আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় নিন্দা মির্জা ফখরুলের
বাবা কারাগারে, মায়ের গুরুতর অসুখ, সেই সব দিনের কথা লিখলেন মির্জা ফখরুলের মেয়ে