অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে খারাপ আবহাওয়াসহ করোনার ওমিক্রন ধরনের কারনে সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার দেশটির বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।
বাতিল করা হয়েছে দুই হাজার ৬০৪টি ফ্লাইট, যা বিশ্বব্যাপী বাতিল হওয়া মোট ফ্লাইটের অর্ধেকেরও বেশি।
ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটএওয়্যারের দেয়া তথ্য মতে, বিশ্বব্যাপী ২১৩০ জিএমটি পর্যন্ত চার হাজার ৫২৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রে শনিবার তিন হাজার ৪৪৭টি আভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বিত হয়েছে। বিশ্বব্যাপী এ সংখ্যা ছিল সাত হাজার ৬০২টি ।
ফ্লাইটএওয়্যার আরো জানায়, দক্ষিণপশ্চিমের মার্কিন এয়ারলাইন্স সবচেয়ে বেশি সংকটে পড়েছে। তাদেরকে নির্ধারিত ফ্লাইটের ১৩ শতাংশ বাতিল করতে হয়েছে।
খারাপ আবহাওয়ার কারনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের বিমানবন্দরগুলোকে সবচেয়ে বেশি সংকটের মুখে পড়তে হয়েছে।
এদিকে করোনার ওমিক্রন ধরনের কারনে সংক্রমণ বাড়ায় বিশ্বজুড়ে এয়ারলাইন্সে কর্মী সংকট দেখা দিয়েছে।
ফলে ক্রিসমাস উইকএন্ডে বিশ্বব্যাপী বিভিন্ন এয়ারলাইন্সকে প্রায় সাত হাজার পাঁচশ ফ্লাইট বাতিল করতে হয়েছে।
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার