Saturday, October 12th, 2024, 1:40 am

মালয়েশিয়া বিমানবন্দরে জেরার মুখে মিজানুর রহমান আজহারী

অনলাইন ডেস্ক:

মালয়েশিয়া প্রবেশকালে বিমানবন্দরে জেরার মুখে পড়েছেন মিজানুর রহমান আজহারী। তাকে জিজ্ঞাসাবাদ করছে ইমিগ্রেশন পুলিশ। বাংলাদেশের ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারীকে জিজ্ঞাসাবাদ করেছে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ । শুক্রবার (১১ অক্টোবর) বিমানবন্দরে পৌঁছলে পুলিশ আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে একটি সূত্রে জানা গেছে।

দেশটির ইমিগ্রেশন পুলিশ সূত্র বলছে, মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন এবং কি বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি। পুলিশ সূত্র বলছে, মালয়েশিয়ার পুলিশ হেডকোয়ার্টারে তার নামে বিগত সরকারের আমলে একটি অভিযোগ রয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হয়নি এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা তাও জানানো হয়নি।

এ বিষয়ে সত্যতা নিশ্চিতে মিজানুর রহমান আজহারীর সঙ্গে থাকা তার ব্যক্তিগত সহকারী মো. মুরাদ হোসেনের সঙ্গে ফোনে কথা বলে জানা গেছে, মিজানুর রহমান আজহারীকে বিমানবন্দরে আলাদা কক্ষে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে তাকে আটক করার কথাটি সত্য নয় বলে জানিয়েছেন মুরাদ।

এর আগে শুক্রবার সকালে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে দেশত্যাগ করেছেন বলে জানান। যাওয়ার আগে তিনি এক বার্তায় বলেন, দেশে খুব লম্বা সময় অবস্থান না করলেও শিগগিরই ফিরব।