অনলাইন ডেস্ক :
দফায় দফায় বাড়ানো প্রকল্প দুটির একটি ‘রিক্যালিব্রেশন লেবার’ শেষ হয়েছে ২০২১ সালের ৩১ ডিসেম্বর এবং ‘রিক্যালিব্রেশন রিটার্ন’ নামের অন্য প্রকল্পটি শেষ হয়েছে চলতি বছরের ৩০ জুন। স্থানীয় সময় গত বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জায়নুদ্দিন এক বিবৃতিতে এসব তথ্য জানান। তিনি বলেন, দেশটিতে এখন পর্যন্ত ‘রিক্যালিব্রেশন রিটার্ন’ প্রোগ্রামের অধীনে নিবন্ধন হয়েছেন ২ লাখ ৯৩ হাজার ৯০৭ জন এবং ‘রিক্যালিব্রেশন লেবার’ প্রোগ্রামে ৪ লাখ ১৮ হাজার ৫২৮ জন অভিবাসী তাদের নিয়োগকর্তার মাধ্যমে বৈধ হওয়ার জন্য নিবন্ধন করেছেন। ‘রিক্যালিব্রেশন লেবার’ প্রোগ্রামে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৩৫ হাজার ২৭৬ অবৈধ অভিবাসী অভিবাসন বিভাগে নাম নিবন্ধন করলেও তাদের মধ্য ৩ হাজার ৯০০ জনকে তাদের নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে অন্যত্রে কাজে যোগদানের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে। বাকি ১ লাখ ১৪ হাজার ১২১ জনকে দেশটিতে কাজ করার জন্য ওয়ার্ক ভিজিট পাসের অনুমোদন দেয়া হয়েছে। এদিকে নিয়োগকর্তাদের সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিবন্ধিত বিদেশি কর্মীদের এক কোম্পানির ভিসা দিয়ে যাতে অন্য কোম্পানিতে কাজ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যথায় আইনের মুখোমুখি করা হবে। বিদেশি কর্মীদের অর্জিত বেতন ট্র্যাক করার জন্য একটি ই-লকার প্রোগ্রামও বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। স্বারাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ান যারা দেশের ভেতরে অথবা বাহিরে বিদেশিদের সঙ্গে বিয়ে করেছেন তাদের দেশের আইন অনুযায়ী তাদের বিয়ে বৈধভাবে নিবন্ধন করতে বলেছেন। এটিকে কোনোভাবে সহজভাবে নেয়া যাবে না। যাতে ভবিষ্যতে সমস্যা না হয়।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস