অনলাইন ডেস্ক :
ঘটা করেই অভিনেত্রীরা তাদের মা হওয়ার সুসংবাদ দেন। আর এতে উচ্ছ্বসিত হন তার ভক্তরা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই সুখবর দের টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমি ও আমার স্বামী আজ অনেক খুশি। আমরা যৌথভাবে ঘোষণা করছি, আমি মা হতে চলেছি। আপনাদের আশীর্বাদ এবং ভালবাসা একান্ত কাম্য।’
কিন্ত তার এ খবরে উচ্ছ্বসিত না হয়ে অবাক হচ্ছেন নেটনাগরিক। তার কারণ তিনি যে এখনো বিয়েই করেননি। শুধু তাই নয়, তার ব্যক্তি জীবন এখন গোপনে। অভিনয়শিল্পীদের ক্ষেত্রে তাদের প্রেমিকের সংবাদ সবারই জানা থাকে। ব্যতিক্রম যে থাকে তা নয়। এই ত কিছুদির আগেই মা হয়েছিলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। কিন্তু সন্তানের বাবা তার প্রেমিকাকে তিনি ঠিকেই রেখেছিলেন আড়ালে। সেই একই ঘটনার পুণরাবৃত্তি কিনা তা এখনো জানা যায়নি। ঋতাভরী চক্রবর্তী একেবারেই যে সিংগেল ছিলেন তা কিন্তু নয়।
চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। বিয়ের কথাও চলছিল তাদের। নিজের মুখে সেকথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন নায়িকা। কিন্তু তারপরেই রটে যায় বিচ্ছেদ হয়ে গেছে তাদের। কিন্তু তারপরের ঘটনা কারোরই জানা নেই। এই সন্তানের বাবা কি তাহলে তথাগত নাকি অন্য কেউ? মাঝেমধ্যে সিনেমার প্রচারণার জন্যও এমন উদ্ভট কাজ করে থাকেন অভিনয়শিল্পীরা। এটাও কি এমন কোন প্রচারণার অংশ? তা জানা যাবে কিছুদিন পরই।
আরও পড়ুন
সবাই এখন ‘তাণ্ডব’ নিয়ে ব্যস্ত…
বুয়েটের আবরারকে নিয়ে সিনেমার প্রিমিয়ার জাহাঙ্গীরনগরে
সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ