অনলাইন ডেস্ক :
পবিত্র হজ পালন করতে ধর্মপ্রাণ মুসলমানেরা বুধবার (৬ জুলাই) মিনার উদ্দেশে রওনা হবেন। আজ বৃহস্পতিবার সূর্যোদয় থেকে মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। হজের অংশ হিসেবে তাঁরা পাঁচ দিন মিনা, আরাফাত, মুজদালিফা, মক্কা ও মিনায় অবস্থান করবেন। মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় আট কিলোমিটার দূরে মিনা। হজযাত্রীরা বাস ও নানা মাধ্যমে যাবেন সেখানে। সৌদি আরবের স্থানীয় সময় ৯ জিলহজ (বাংলাদেশ সময় শুক্রবার) আরাফাতের ময়দানে দেওয়া হবে খুতবা। সেখান থেকে বাংলাদেশি দুজন সে খুতবা বাংলা ভাষায় রূপান্তর করবেন। বাংলাদেশসহ বিশ্বের দেড় শতাধিক দেশের দশ লক্ষাধিক মানুষের গন্তব্য আজ মিনার দিকে। এ উপলক্ষে বাংলাদেশের হজযাত্রীরাও গুছিয়ে নিয়েছেন নিজেদের। বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া শফিকুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ, হজের উদ্দেশে মিনায় রওনা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আ’লামিনের কাছে শুকরিয়া আমরা এ পর্যন্ত এসেছি।” আরেক বাংলাদেশি মাওলানা আবদুর রাজ্জাক বলেন, ‘মিনা, আরাফা, মুজদালিফা শেষ করে আমরা আবার মিনায় আসবো।’
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
দাবানলে পুড়ছে হলিউড হিলস