মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যার দিকে সীমান্ত পিলার ৪৭-৪৮ এর মধ্যবর্তী শূন্য লাইন থেকে মিয়ানমারের আনুমানিক ৩০০ মিটার ভেতরে বান্ডুলা ক্যাম্প এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি গ্রামের মৃত মোহাম্মদের ছেলে নুরুল আবছার (১৮) এবং কম্বনিয়া গ্রামের আলী আহমদের ছেলে মো. বাবু (১৭)।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক।
স্থানীয়দের ধারণা, আহতরা চোরাকারবারি; ইয়াবা এবং গরু পাচারের উদ্দেশ্যে মিয়ানমারের ভেতরে প্রবেশ করার পর স্থলমাইন বিস্ফোরণে তারা আহত হন।
—–ইউএনবি
আরও পড়ুন
পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাটে প্রস্তুতিমূলক সভা
সাপাহারে গণহত্যা দিবসের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
খুলনায় ঘুষ কেলেঙ্কারিতে এলজিইডির উপসহকারী প্রকৌশলীর পাঁচ বছরের কারাদণ্ড