জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এবং কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলা, মকবুল হত্যা, গায়েবি মামলা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরীর দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ও যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী প্রমুখ। বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল নেতৃবৃন্দের অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবি জানান।
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
পিএসসির তিন সদস্য নিয়োগ নিয়ে জামায়াতের আপত্তি