January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 22nd, 2021, 8:18 pm

মিয়ানমারে খনি ধসে নিহত ১, নিখোঁজ শতাধিক

অনলাইন ডেস্ক :

মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি পাথরের খনি ধসে একজন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন শতাধিক।স্থানীয় সময় বুধবার (২২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে কাচিন রাজ্যের হাকান্ত এলাকায় এ খনি ধসের ঘটনা ঘটে। খবর আল জাজিরার ওই এলাকায় উদ্ধারকাজ চলছে। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সবাই অবৈধ খনির শ্রমিক। উদ্ধারকারী দলের সদস্য কো নি জানান, খনি ধসে শতাধিক শ্রমিক নিখোঁজ হয়েছেন। প্রায় ২০০ সদস্য তাদের উদ্ধারে কাজ শুরু করেছে। বিশ্বে জেড পাথরের সবচেয়ে বড় উৎস মিয়ানমার। কিন্তু প্রায় সারা বছর ধরেই এর বিভিন্ন খনিতে দুর্ঘটনার খবর পাওয়া যায়। হাকান্ত এলাকায় পাথর খনিতে কাজ করা নিষিদ্ধ। কিন্তু স্থানীয়রা বিধিনিষেধ উপেক্ষা করে প্রায় খনিতে কাজ করে। মাত্র কয়েকদিন আগেই হাকান্ত এলাকায় ভূমিধসে কমপক্ষে ১০ জন খনিশ্রমিক নিখোঁজ হন। তারা সবাই অদক্ষ ছিলেন। ২০২০ সালে হাকান্তের একটি খনির বর্জ্য একটি লেকে ধসে পড়ায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়। এদের মধ্যে অধিকাংশই অভিবাসী ছিলেন। এটা ছিল ওই অঞ্চলের সবচেয়ে বড় দুর্ঘটনা।