January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 11th, 2023, 8:34 pm

মিয়ানমার বাহিনীর বিমান হামলায় নিহত ৫৩

অনলাইন ডেস্ক :

কেন্দ্রীয় সাগাইং এলাকায় মঙ্গলবার (১১ এপ্রিল) বিমান হামলা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। এতে অন্তত ৫৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। বিবিসি ও আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে বিবিসি জানিয়েছে, হামলায় তারা হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি। অন্যদিকে আল-জাজিরা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলছে, মঙ্গলবারের (১১ এপ্রিল) হামলায় কয়েক ডজন লোক নিহত হয়েছে। সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এটি অন্যতম প্রাণঘাতী হামলা। প্রতিবেদনে বলা হয়েছে, একটি প্রশাসনিক অফিস উদ্বোধনের জন্য বাসিন্দারা জড়ো হওয়ার সময় বিমান হামলার ঘটনা ঘটে। আল জাজিরার সাংবাদিক টনি চেং ঘটনাস্থল থেকে বেঁচে যাওয়া একজনের বরাত দিয়ে জানিয়েছেন, আনুমানিক সকাল ৭ টা ৩৫ মিনিটে জেট দিয়ে এ হামলা চালানো হয়েছে। সাগাইং এলাকা-ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহতের মধ্যে ১৫ জন নারী ও আরও বেশ কয়েকজন শিশু আছে। অঞ্চলটির পাজিগি গ্রামে সামরিক জান্তা সরকারের বিরোধী গোষ্ঠীর ওপর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ২০২১ সালে এক ক্যু-এর মাধ্যমে ক্ষমতা দখলে নেয় দেশটির সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির বাসিন্দাদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, মাটিতে খ-িত লাশ পড়ে আছে এবং বেশ কয়েকটি ভবন আগুনে জ¦লছে। বাসিন্দারা চিৎকার করে বলছেন, যদি বেঁচে থাকেন তাহলে সাড়া দিন আমরা আপনাদের সাহায্য করার জন্য আসছি। ওই গ্রামের এক বাসিন্দা বিবিসিকে বলেছেন, সামরিক বাহিনীর এক বিমান সকাল ৭টা নাগাদ আমাদের গ্রামের ওপরে আসে এবং বোমা ফেলে।