March 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 8th, 2025, 8:32 pm

মুক্তির পরই ঝড় তুলল যে দক্ষিণি ছবি

‘থানডেল’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

অনলাইন ডেস্ক:
গতকাল মুক্তি পেয়েছে তেলেগু রোমান্টিক অ্যাকশন থ্রিলার সিনেমা ‘থানডেল’। মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছেন চান্দু মনডেতির সিনেমাটি।

২০১৮ সালে ঘটে যাওয়া এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাগা চৈতন্য ও সাই পল্লবী। মুক্তির পর নাগার ক্যারিয়ার সেরা শুরু এনে দিয়েছে ছবিটি। গতকাল মুক্তির পর ‘থানডেল’ আয় করেছে ২১ কোটি রুপি।

২০২১ সালে তেলেগু সিনেমা ‘লাভ স্টোরি’তে জুটি বেঁধে অভিনয় করেন নাগা ও পল্লবী, ছবিটি হিট হয়। এরপরই তাঁদের নিয়ে আরও সিনেমার কথা ভাবতে শুরু করেন নির্মাতারা। ২০২৩ সালের ডিসেম্বরে আসে এ সিনেমার ঘোষণা।

‘থানডেল’ সিনেমার দৃশ্য। আইএমডিবি
থানডেল’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

মুক্তির পর সাধারণ দর্শকের মতো বেশির ভাগ সমালোচকই পছন্দ করেছেন সিনেমাটি। তবে ছবির প্রচারে বেরিয়ে ‘থানডেল’ ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন নাগা, যা নিয়েও বিস্তর চর্চা হচ্ছে।

‘র টকস উইথ ভিকে’ পডকাস্টে হাজির হয়ে নাগা বলেন সামান্থা রুথ প্রভুর সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে।
২০১৭ সালে সামান্থাকে বিয়ের পর ২০২১ সালে তাঁরা বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। এই সিদ্ধান্ত তাঁরা দুজনে মিলে নিয়েছিলেন। এখনো তাঁরা পরস্পরকে শ্রদ্ধা করেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম বা সংবাদমাধ্যমে এমনভাবে বিষয়টি নিয়ে চর্চা হয়, যেন তিনি খুব অপরাধী।

নাগা বলেন, ‘আমরা চেয়েছিলাম নিজেদের পথে চলতে। আমাদের ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা পরস্পরকে শ্রদ্ধা করি। নিজেদের জীবন আমরা নিজেদের মতো করে বাঁচতে শুরু করেছি। এর থেকে বেশি আর কী বলার থাকতে পারে, আমি বুঝতেই পারি না।’