January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 3rd, 2022, 7:24 pm

‘মুখোশ’ সিনেমার টাইটেল সং প্রকাশ

অনলাইন ডেস্ক :

নির্মাণ শেষ হয়েছে ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘মুখোশ’র। ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২১ জানুয়ারি। মুক্তিকে সামনে রেখে সিনেমার টাইটেল সং প্রকাশ হলো। গানটি দেখা যাচ্ছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে। গত রোববার সন্ধ্যায় রাজধানীর বনানীর অভিজাত রেস্টুরেন্ট হেক্সা ডাইনে গানটির প্রজাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক ইফতেখার শুভ, চিত্রনায়িকা পরীমনি, অভিনেতা জিয়াউল রোশনসহ শিল্পী ও কলাকুশলী। উপস্থিত ছিলেন টাইগার মিডিয়ার সিইও জাহিদ হাসান অভি। অনুষ্ঠানে ইফতেখার শুভ বলেন, ‘করোনাসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়েও আমরা ‘মুখোশ’ প্রেক্ষাগৃহে মুক্তি দিতে যাচ্ছে। এটি আমার প্রথম সিনেমা, তাই চিন্তা ও উত্তেজনা দুটোই বেশি। টাইটেল গানসহ এই সিনেমার প্রত্যেকটি গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। সবাইকে প্রেক্ষাগৃহে এসে ‘মুখোশ’ দেখার আমন্ত্রণ রইলো।’ ‘মুখোশ’র পরিবেশনার দায়িত্ব নিয়েছে ‘মিশন এক্সট্রিম’খ্যাত প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন। ‘মুখোশ’ শিরোনামের টাইটেল সং-এ কণ্ঠ দিয়েছেন মাইনুল আহসান নোবেল। আব্রাহাম তামিমের কথায় গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। ছবির আরেকটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। আব্রাহাম তামিমের কথায় এর সংগীতায়োজন ইমন চৌধুরীর। সেটিও শিগগিরই প্রকাশ হবে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, জিয়াউল রোশান, পরীমনি, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারেক স্বপন, ইলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ। ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় ‘মুখোশ’ নির্মিত হয়েছে ইফতেখার শুভর নিজের লেখা ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে।